বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান।
রোববার (১৭ আগস্ট) বিকেল ৫টার পর শিক্ষা সচিব পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।
অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ সুপারিশ করতে এনটিআরসিএকে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় না। তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে হলে অনুমোদন লাগে। সেই অনুমোদন নিতে একটি আবেদন নিয়ে এসেছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান। আবেদনে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) অনুমোদন দিয়েছেন। এখন এটা শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। সেখান থেকে অনুমোদন হওয়ার পর এনটিআরসিএ নিয়োগ সুপারিশ করবে।
এদিকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার আবেদন করেছে এনটিআরসিএ।
বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না। খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে।
এদিকে গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ ভাগ গ্র্যাজুয়েটই বেকার!
ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নির্দেশনা