ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম এ তালিকা ঘোষণা করেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রার্থী লড়বেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ ছাড়া ৬ জন প্রার্থী দুইটি পদে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ৯২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। তার পরদিনই নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করলো। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ে হতে যাওয়া এ নির্বাচন ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

DR/MMS
আরও পড়ুন