ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এক নারী শিক্ষার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এ ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান । তিনি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাসিন খানের এই ঘোষণার মধ্য দিয়ে রাকসুর ইতিহাসে নতুন এক মাইলফলক রচিত হলো। ১৯৬৪ সালে রাকসু গঠনের পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি নির্বাচনে কোনো নারী ভিপি প্রার্থী ছিলেন না। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ছাত্রী হলের একাধিক শিক্ষার্থী শীর্ষ পদে প্রার্থিতা ঘোষণা করলেও, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থিতা ঘোষণা করা প্রথম নারী হলেন তাসিন খান।

নিজের ফেসবুক পোস্টে তাসিন খান লেখেন, আমরা রক্তক্ষয়ী জুলাইয়ের সাক্ষী হয়েছিলাম। আমি বিশ্বাস করি ৫ আগস্ট পরবর্তী এই জীবনে আমি আমার বোনাস আয়ু পার করছি। এই বোনাস সময়ে আমার কিছু হারানোর ভয় বা প্রাপ্তির লোভ নাই। আমি বরাবরই রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং দলান্ধতাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি।

তাসিনের মতে, রাকসু একটি ঐতিহাসিক সুযোগ, এবং তার প্রার্থীতা দলের সমর্থন, ফান্ডিং বা কর্মী বাহিনী ছাড়াই স্বতন্ত্রভাবে। তিনি জানান, সাইবার ও সামগ্রিক নিরাপত্তা বিষয়ে প্রশাসনকে বারবার জানানোর পরও এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, আমি চাই এমন একটি রাকসু, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব, এবং মানবিক মূল্যবোধের চর্চা হবে প্রতিদিনের বাস্তবতা।

তাসিন খান তার দক্ষতা ও পরিকল্পনা নিয়ে একটি সক্রিয় ও কার্যকর রাকসু গঠনের প্রত্যয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন