জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে সিনেট ভবনে আসেন জান্নাতুল ফেরদৌস। সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে স্ট্রেচারে করে তিনতলা থেকে নামিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হল সংসদ এবং জাকসু নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।
