ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাকসু নির্বাচনের ফল ঘোষণা রাত ১০টায়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল রাত ১০টায় ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

এদিকে ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। একইসঙ্গে আরও চারটি প্যানেল ভোট বর্জনের সিদ্ধান্ত জানিয়েছে। এ চারটি প্যানেল হলো ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে এই ভোট অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮১৯ জন।

এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

DR/AHA
আরও পড়ুন