রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, এতে কেন্দ্রীয় ২৩টি পদে ১১ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছে। আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে আবাসিক হলের তথ্য পেতে কিছুটা সময় লাগবে।
জানা যায়, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-পরিবেশ সম্পাদক পদে ২ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, সহ-ক্রিড়া সম্পাদক পদে ১ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করে।
সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর)। ওই দিনই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করার বিষয়টি আগেই জানানো হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা বিপদের মধ্যে পড়েছে। তাদের ভোটার মাত্র ১১ হাজার। কিন্তু আমাদের এখানে প্রায় ৩ গুণ বেশি। সুতরাং এটি একটি অযৌক্তিক দাবি।
ডাকসু নির্বাচনে জয়ী সাতক্ষীরার ৭ শিক্ষার্থী