ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৮ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চাকসু নির্বাচন কমিশনার একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, এর আগে মনোনয়নপত্র বাতিল ও প্রত্যাহারের কারণে ২৪ জন বাদ পড়েন।

কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রার্থী লড়ছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যভাবে, সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, এজিএস পদে ২১ জন, কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন ৮৫ জন প্রার্থী।

হল সংসদে ১৪টি হল মিলিয়ে মোট ৪৯৩ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন, এর মধ্যে ছাত্র হলে ৩৫০ জন এবং ছাত্রী হলে ১২৩ জন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে সোহরাওয়ার্দী হলে (৫৩ জন) এবং খালেদা জিয়া হলে (৩০ জন)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন কেন্দ্রীয় সংসদে ১১ জন এবং হল সংসদে ৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ৪টি মনোনয়নপত্র ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এরপরই গণনা শুরু হবে।নির্বাচনের কারণে ১৫ ও ১৬ অক্টোবরের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে বাকি পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

DR/FJ
আরও পড়ুন