ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

থাইল্যান্ডে ফুল ফান্ডেড মাস্টার্স ও পিএইচডির সুযোগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মাস্টার্স ও পিএইচডির সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের স্যারিনদ্রন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT)। এই বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, গবেষণা সহায়তা এবং আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় বহন করা হবে। 

বৃত্তির আওতায় যেসব প্রোগ্রামে ভর্তির সুযোগ

  • মাস্টার অব সায়েন্স (MSc)- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
  •  মাস্টার অব ইঞ্জিনিয়ারিং (MEng)- ইঞ্জিনিয়ারিং টেকনোলজি
  • মাস্টার অব ইঞ্জিনিয়ারিং (MEng)- লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (LSCSE)
  •  ডক্টর অব ফিলোসফি (PhD)- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

প্রার্থীদের যেসব শর্তগুলো পূরণ করতে হবে

  •  আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  •  SIIT-এর প্রদত্ত প্রোগ্রামগুলোর যেকোনো একটি বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী হতে হবে।
  •  পূর্ববর্তী একাডেমিক রেজাল্টে শীর্ষ ২০ শতাংশের মধ্যে থাকতে হবে।
  •  দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।
  •  শারীরিকভাবে সুস্থ হতে হবে।
  •  বর্তমানে অন্য কোনো বৃত্তি বা গ্রান্ট গ্রহণ করলে এই বৃত্তির জন্য যোগ্য হবেন না।

বৃত্তির সুবিধাসমূহ

  • মাস্টার্স এবং পিএইচডি উভয় প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি কভারেজ।
  • গবেষণা এবং থিসিসের জন্য পূর্ণ সহায়তা।
  • মাসিক ভাতা: ১০,০০০ বাথ।
  • রাউন্ড ট্রিপ এয়ার টিকিটের ব্যয় কভারেজ (ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট)।
  • ভিসা, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য খরচের জন্য সর্বোচ্চ ১০,০০০ বাথ অতিরিক্ত সহায়তা।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  •  সিভি (CV)
  •  পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র
  •  গবেষণাপত্র বা প্রকাশনা (যদি থাকে)
  • সাম্প্রতিক ছবি
  • স্টেটমেন্ট অব পারপাস (SOP)
  • দুটি সুপারিশপত্র
  • ইংরেজি ভাষার দক্ষতার সনদ (যদি থাকে)
  •  একাডেমিক ট্রান্সক্রিপ্টস

থাকছে বিশেষ সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য: Excellent Foreign Student Program (EFS)।

থাই শিক্ষার্থীদের জন্য: Excellent Thai Student Program (ETS)।

আবেদনের শেষ তারিখ 

এই বৃত্তির জন্য আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫।

বিস্তারিত জানতে Excellent Foreign Student Program (EFS) এর ওয়েবসাইট ভিজিট করুন। 

LH/FJ
আরও পড়ুন