ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৯তম বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন দেখুন এখানে

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম

৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১২টা সম্পন্ন হয়েছে। 

রাজধানী ঢাকার ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থী ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন।

আবশ্যিক বিষয়ের প্রশ্ন দেখুন এখানে

এদিকে সকাল আটটার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বিদ্যালয় ও কলেজগুলোতে ছিল পরীক্ষার্থীদের ভিড়। সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হয়। পরে ১০টায় পরীক্ষ ‍শুরু হয়।

প্রাণিবিদ্যা বিভাগের প্রশ্ন দেখুন এখানে

বাংলা বিভাগের প্রশ্ন দেখুন এখানে

ইংরেজি বিভাগের প্রশ্ন দেখুন এখানে

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্ন দেখুন এখানে

অর্থনীতি বিভাগের প্রশ্ন দেখুন এখানে

সমাজবিজ্ঞান বিভাগের প্রশ্ন দেখুন এখানে

এবছর ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। ৪৯তম বিসিএসের (বিশেষ) ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।

হিসাববিজ্ঞান বিভাগের প্রশ্ন দেখুন এখানে

এবারের পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। পরীক্ষার জন্য পূর্ণ সময় ছিল দুই ঘণ্টা। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

LH
আরও পড়ুন