ইউরোপের বিভিন্ন দেশ অন্য দেশের চেয়ে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চায় সব সময় এগিয়ে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান বিশ্ব র্যাংকিংয়ের শুরু দিকে থাকে। চলতি বছরের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে নানা ধরনের স্কলারশিপ ও ফেলোশিপের আবেদন প্রক্রিয়া। ইউরোপের জনপ্রিয় ১০টি বৃত্তির সংক্ষিপ্ত তথ্য নিচে দেওয়া হলো-
১. নেদারল্যান্ডস ইনস্টিউট ফর অ্যাডভান্স স্টাডি সেফ হ্যাভেন ফেলোশিপ (২০২৬)
ধরন: ফেলোশিপ
সুবিধা: প্রতি মাসে ৩,৫০০ ইউরো স্টাইপেন্ড, ভ্রমণ খরচ, আবাসনের ভর্তুকি, লাইব্রেরি সুবিধা ও গবেষণা সহায়তা।
ডেডলাইন: ৩১ ডিসেম্বর, ২০২৫
২. ইন্টারপোল ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ইন্টার্নশিপ
সুবিধা: মাসে ৭০০ ইউরো ভাতা, হাউজিং ও ট্রান্সপোর্ট ভর্তুকি, আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা।
ডেডলাইন: ৬ নভেম্বর, ২০২৫
৩. সার্ন রিচার্স ফেলোশিপ ২০২৬ (সুইজারল্যান্ড)
ধরন: ফেলোশিপ
সুবিধা: মাসিক ৬,৯১১–৭,৩২৬ সুইস ফ্রাঁ ভাতা, স্বাস্থ্যবিমা, পেনশন ফান্ড, ভ্রমণ ভাতা।
ডেডলাইন: ৩ নভেম্বর, ২০২৫
৪. ওইসিডি ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ইন্টার্নশিপ
সুবিধা: মাসিক প্রায় ১,০০০ ইউরো ভাতা, আন্তর্জাতিক পরিবেশে কাজ, হাইব্রিড বা রিমোট কাজের সুযোগ।
৫. ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি ইন্টার্নশিপ ২০২৬ (জার্মানি)
ধরন: সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ
সুবিধা: স্টাইপেন্ড, আবাসন ও ভ্রমণ খরচ, আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের সুযোগ।
ডেডলাইন: ১ নভেম্বর, ২০২৫
৬. মোপগা ফেলোশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ফেলোশিপ
সুবিধা: মাসিক ২,৫০০ ইউরো ভাতা, ৫০০ ইউরো রিলোকেশন ইউরো খরচ, স্বাস্থ্যবিমা ও ফরাসি সরকারের বৃত্তিধারীর মর্যাদা।
ডেডলাইন: ১২ ডিসেম্বর, ২০২৫
৭. ফেসপি ফেলোশিপ ২০২৬ (জার্মানি ও পোল্যান্ড)
ধরন: ফেলোশিপ
সুবিধা: বিমানভাড়া, থাকা, খাবার ও প্রোগ্রাম ফি সম্পূর্ণ কভার।
ডেডলাইন: ৪ জানুয়ারি, ২০২৬
৮. ইউরোপিয়ান ইউনিয়ন ভলান্টিয়ারিং প্রোগ্রাম ২০২৫ (ইউরোপ)
ধরন: ভলান্টিয়ারিং
সুবিধা: খাবার ও দৈনিক ভাতা, যাতায়াত খরচ, বাসস্থান ও প্রশিক্ষণের সুযোগ।
৯. ইকলো পলিটেকনিক এক্সিলেন্স ফেলোশিপ (সুইজারল্যান্ড)
ধরন: মাস্টার্স ফেলোশিপ
সুবিধা: প্রতি সেমিস্টারে ১০,০০০ সুইস ফ্রাঁ, রুম সংরক্ষণ ও সার্টিফিকেট অব এক্সিলেন্স।
১০. সার্ন টেকনিক্যাল স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬ (সুইজারল্যান্ড)
ধরন: সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ
সুবিধা: মাসিক ৩,৪৭২ সুইস ফ্রাঁ ভাতা, ভ্রমণ খরচ, স্বাস্থ্যবিমা, ছুটির সুযোগ।
এই প্রোগ্রামগুলোর মাধ্যমে ইউরোপে একটা লম্বা সময় পড়াশোনা ও থাকার সুবিধা রয়েছে। যা একজন শিক্ষার্থীর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান হয়ে থাকতে পারে। এ ছাড়া আরও কিছু বৃত্তি রয়েছে যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে পারেন।
৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ