ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বন্ধ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়েবসাইট

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে এখন থেকে শুধুমাত্র www.nu.ac.bd ব্যবহারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগে ব্যবহৃত ওয়েবসাইটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে পুরোনো ওয়েবসাইটে থাকা সব ধরনের সেবা ও তথ্য এখন মূল ওয়েবসাইট www.nu.ac.bd থেকে পাওয়া যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষার ফল, ভর্তি সংক্রান্ত তথ্য, দাপ্তরিক নোটিশ, অ্যাকাডেমিক নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। আর আগের ওয়েবসাইটটি স্থায়ীভাবে বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এখন থেকে মূল ওয়েবসাইটটিই অনুসরণ করতে হবে।

SN
আরও পড়ুন