‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনের মতামত সংগ্রহে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনের মতামত গ্রহণের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সভায় মোট ২৬ জনকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রণালয়।
সভায় ডাক পাওয়া অংশীজনরা হলেন, অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো: রেজাউল করিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ. এম সারওয়ার উদ্দিন চৌধুরী, উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া অতিরিক্ত সচিব (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়); যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২); ড. মানজুর আহমেদ, এমেরিটাস অধ্যাপক, ব্রাক ইউনিভার্সিটি এবং সাবেক পরিচালক, ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট; অধ্যাপক হোসনে আরা বেগম, পরিচালক, ইনস্টিটিউট অব এডুকেশনাল অ্যান্ড রিসোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মোহাম্মদ ফজলুর রহমান খান, চিফ (ডিএলপি বিভাগ), বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো, ব্যানবেইস ডাক পেয়েছেন।
আরও রয়েছেন মাহফুজুর রহমান মানিক, জ্যেষ্ঠ সহ-সম্পাদক, দৈনিক সমকাল; শরীফুল হক, সাংবাদিক, ডেইলি স্টার; মো. মুর্তুজা সুমন, সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন অনুষদ, খুলনা বিশ্ববিদ্যালয়; ড. মো. শহীদুল্লাহ, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা অনুষদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস; শেখ আদনান ফাহাদ, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. কাজল রশীদ শাহীন, লেখক, সাংবাদিক ও গবেষক; সাবিদিন ইব্রাহিম, বিভাগীয় প্রধান, সম্পাদকীয় বিভাগ, দৈনিক বণিক বার্তা।
পাশাপাশি হাসান মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক; শহীদুল্লাহ ফরায়জী, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক; শুভ কিবরিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক; সাত কলেজের অ্যালামনাই মাহমুদুর রহমান মান্না, মীর সরফত আলী সপু ও হেলেন জেরিন খান সভায় অংশ নেবেন।
ঢাবিতে আদি নববর্ষ উৎসব উদযাপন