ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৎ থাকলে ঘৃণা প্রাপ্য: মিমি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

গত ১৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য পদ থেকে ‘পদত্যাগ’ করেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংসদীয় কাজের হিসাব-নিকাশ দেখে নিন্দুকদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। এবার তারকার পোস্টে উঠে এল আক্ষেপের কথা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে বব মার্লের এক জীবনদর্শনের কথা শেয়ার করেছেন। যার সারমর্ম দাঁড়ায়, ‘মানুষ যখন সৎ থাকে তখনই সবাই তাকে ঘৃণা করে, কিন্তু মুখোশ পরা মানুষেরাই ভালোবাসা পায়।’

গত কয়েক দিন ধরে মিমির সংসদ সদস্য পদ থেকে ‘পদত্যাগ’ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। হঠাৎ অভিনেত্রীর এমন পদক্ষেপে হতবাক অনুরাগীরা।

এর আগে অভিনেত্রী বলেছিলেন, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। মিমি চক্রবর্তী যদি খারাপ কিছু করত, সবার আগে শিরোনামে উঠে আসত। আমি জেনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি। আমি রাজনৈতিক ব্যক্তি না। কখনো রাজনীতিবিদ হবো না। সবসময় আমি মানুষের জন্য কর্মী হিসাবে কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনো খারাপ কথা বলিনি। ২০২৪ সালে যাদবপুর থেকে আবারও কি প্রার্থী হবেন মিমি? এর ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট বলেন, আইনত রাজনীতি থেকে সরতে যা যা করার সেটা আমি করেছি। দলের সদস্যপদ এখনও রয়েছে। আর প্রার্থী হতে চাই না। সূত্র: ডিএনএ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

NC/WA
আরও পড়ুন