ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গর্ভবতী মা ও নবজাতকের পাশে দাঁড়াতে পরীমনির বিশেষ উদ্যোগ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:০৯ পিএম

চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম বলা চলে। মাতৃত্বের খবর জানার পরই সব রকমের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন নিজের সন্তানকে।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নেমেছেন এই অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিয়েছেন তিনি।

এবার এই প্রতিষ্ঠানের লাভের অংশ দিয়ে গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার কথা জানালেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।

বিশেষ এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে।

পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে ‘বডি’। 

২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।

এদিকে, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

Raj
আরও পড়ুন