ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রায়ই ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনামে থাকেন। এবার আলোচনায় এসেছেন তাঁর হবু পুত্রবধূ দামিনী ঘোষকে নিয়ে। সম্প্রতি ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনীর জন্মদিনে উপস্থিত হয়ে শ্রাবন্তী তাকে আদরে ভাসান আর সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। উদযাপনের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও তার ছেলে অভিমন্যু দুজনেই। সেখানেই হবু শাশুড়ি শ্রাবন্তী পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাওয়ান। এই স্নেহময় দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিমন্যু ও দামিনী বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, এবং শ্রাবন্তী শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করে আসছেন।
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন দামিনীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রথাগত শাশুড়ি-বৌমার মতো নয়, বরং অনেকটা ‘বোনের মতো বন্ধুত্বপূর্ণ’।

এর পেছনের কারণও জানিয়েছেন শ্রাবন্তী। তিনি বলেন, দামিনী তার চেয়ে মাত্র দশ বছরের ছোট, অর্থাৎ বয়সের পার্থক্য খুবই কম। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।
শ্রাবন্তী আরও জানিয়েছেন, ছেলে অভিমন্যুর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। অভিমন্যুকে তিনি বলেন নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু ও কঠোর সমালোচক।’
এদিকে, গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘দেবী চৌধুরানী’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ছবিটি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
আবারও ঢাকার মঞ্চ মাতাবে ‘জাল’
এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে বিদ্যা বালানকে