গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে শুটিং করতে বিপাকে পড়েছে ‘নাদান’ সিনেমার পুরো টিম। সেখানে সিনেমার টানা দুই দিন কাজ করার পর বুধবার (৩ এপ্রিল) দুপুরে তারা এই বিপাকে পড়েন। সেই এলাকার সোনালী ব্যাংকে হামলা চালায় পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন। ব্যাপক গোলাগুলি হয়। এমন কাণ্ডে আটকা পড়ে সিনেমার প্রায় ১০০ সদস্যের টিম।
সিনেমাটির নায়িকা সায়মা স্মৃতি গণমাধ্যমকে জানান, আমরা যেখানে শুটিং করতে এসেছি সেটা একদমই দুর্গম এলাকা। আমাদের শুটিং অলমোস্ট ৭০ ভাগ শেষ। আর অল্প কিছু বাকি। এরমধ্যেই আজকে এমন একটা অবস্থার মুখোমুখি। কী যে ভয়াবহ একটা অবস্থা গেল আমাদের ওপর সেটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে, চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিলাম! সন্ত্রাসীরা গান ফায়ার করছে সেটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রতিটা সেকেন্ড বুক ধড়ফড় করছিল আমার।
এ নায়িকা আরও বলেন, কোথাও দৌড়ে যাব সে অবস্থাও নেই। কোনো গাড়ি নেই কিছু নেই। পুরো শহরে রেড এলার্ট। পরে বিজিবির সহায়তায় আমরা কোনরকমে জায়গাটা ত্যাগ করি। এরপর বাসে বান্দরবান শহরে আসি।
