ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন ময়ূরী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম

রূপালি পর্দার এক সময়ের বির্তকিত চিত্রনায়িকা ময়ূরী। সম্প্রতি নিজের ফেসবুকে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে বিতর্ক।

স্ট্যাটাসে ময়ূরী লিখেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে এখন রাস্তাঘাটের লোকজনও নির্বাচন করছে তাও আবার সাধারণ সম্পাদক।’ নায়িকার ‘সাধারণ সম্পাদক’ উল্লেখ করে দেওয়ায় সেই বিতর্কের পানি আরো ঘোলা হয়েছে। কারণ এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন সম্ভাব্য দুই প্রার্থী অভিনেতা ডিপজল ও অভিনেত্রী নিপুণ। তাহলে কী তাদেরকে উদ্দেশ করেই এই স্ট্যাটাস দিয়েছেন ময়ূরী।

তবে নায়িকার ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায়, ডিপজল বা নিপুণকে উদ্দেশ করে এমন স্ট্যাটাস দেননি ময়ূরী। মূলত তার নিশানা অভিনেতা শ্রাবণ শাহ। যিনি কয়েকদিন আগেই শিল্পী সমিতির সদস্যপদ বাতিলের খবরে আলোচনায় এসেছিলেন।

যদিও সেই পদ আবার ফিরেও পেয়েছেন শ্রাবণ। শুধু তাই নয়, পদ ফিরে পেতেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোয়নপত্র দাখিল করেন শ্রাবণ। কারণ— নিপুণের বিপক্ষে লড়তে চান এই অভিনেতা।

NC/SA
আরও পড়ুন