সাবেক শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে। কিন্তু একাধিক সূত্রের খবরে উঠে আসলো, সাবেক এই সরকারের শুধু প্লট নয়; ৭০ লাখ টাকার গাড়িও পেয়েছেন আরেফিন শুভ।
সূত্রটি আরও জানান, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তার পিছনে দায়ী করতে শোনা গেছে নতুন নায়িকা জুটির কারণে। বর্তমানে নানান ইস্যুতে সেই নায়িকাও তাকে ছেড়ে যাবার পরিকল্পনা করছেন।
গেল বুধবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে ১০ কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তি পত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি।
এরই মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাবনিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।
আরেফিন শুভ মূলত, টেলিভিশনে কাজ করার আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন সিরিজ হ্যাঁ-না তে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন । ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন। এরপর ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে খলচরিত্রে অভিনয় করেন তিনি।
