ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘দাগী’ নিয়ে নিশোর সঙ্গেই কী ফিরবেন তমা?

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৭ এএম

নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন তমা মির্জা। সিনেমাটির বাণিজ্যিক সফলতার সঙ্গে জুটি হিসেবেও প্রশংসা পেয়েছেন নিশো ও তমা। গুঞ্জন উঠেছে ‘দাগী’ সিনেমায় ফের স্ক্রিন শেয়ার করবেন এই জুটি।

জানা গেছে, বিরতি কাটিয়ে এ বছর মে মাসের শেষ দিকে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন নিশো। তবে তখন সিনেমার নাম, নির্মাতা ও অভিনয়শিল্পীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি।

এর মধ্যে চলতি মাসের শুরুতেই জানা গেছে, দুই সিনেমার একটি ‘দাগী’। যা পরিচালনা করছেন শিহাব শাহীন। এই খবর প্রকাশ্যে আসার পরই যেন তমা মির্জাকে নিয়ে গুঞ্জন ডালপালা ছড়ায়।

বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হলে অস্বীকার করেননি তমা মির্জা। তবে এই মুহূর্তে সিনেমাটি নিয়ে মন্তব্য করতেও রাজি নন এই অভিনেত্রী। তমা বলেন, ‘এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাইছি না।’

শোনা যাচ্ছে, দাগী সিনেমার সবকিছু চূড়ান্ত। আর এই সিনেমা দিয়েই প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা শিহাব শাহীন। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর একমাত্র সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। এরপর নাটক ও ওটিটিতে নিয়মিত কাজ করলেও বড় পর্দায় দেখা যায়নি এই নির্মাতাকে। সব ঠিকঠাক  আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম।

SN/FI
আরও পড়ুন