বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান-এর সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্ট। নিজের রজতজয়ন্তী উদ্যাপন করতে চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই তারকা।
তাহসান সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তার রজতজয়ন্তী কনসার্ট ট্যুরের সূচনা হবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড শহরে। এরপর পর্যায়ক্রমে তিনি মঞ্চে উঠবেন ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে। ইতোমধ্যেই কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে বলে জানা গেছে।
তাহসানের সংগীতে পথচলা শুরু হয়েছিল ১৯৯৮ সালে, অল্টারনেটিভ রক ব্যান্ডের মাধ্যমে। পরে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে শুরু হয় তার পেশাদার সংগীতজীবন। একক ক্যারিয়ারেও তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান।
সংগীতের পাশাপাশি অভিনয়ে তাহসান খান সমানভাবে সফল। টিভি নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ- সবখানেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন, তবে গত বছর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে তিনি অভিনয়ে ফেরেন। এছাড়া তিনি জনপ্রিয় গেম শো 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'-এর প্রথম সিজন সঞ্চালনার মাধ্যমে উপস্থাপনাতেও নতুন মাত্রা যোগ করেছেন।
সংগীত, অভিনয় ও উপস্থাপনায় বহুপ্রতিভার অধিকারী তাহসান খান এবার তার সংগীতযাত্রার রজতজয়ন্তী উদ্যাপন করছেন আন্তর্জাতিক মঞ্চে। ভক্ত-শ্রোতারা অপেক্ষায় আছেন এই সফরের প্রতিটি পারফরম্যান্স উপভোগ করার জন্য।
'সাইয়ারা'-র নায়ক আহানের আসল নাম ‘যশ’
বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না