ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শবনম ফারিয়াকে সারজিসের পরামর্শ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ব্যক্তিগত মতামত প্রকাশ থেকে শুরু করে রক্তদানের আহ্বান- সব কিছুতেই সক্রিয় থাকেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

পোস্টটি করার পর মুহূর্তের মধ্যেই নেটিজেনরা বিভিন্ন সাজেশন দিতে শুরু করেন। পঞ্চগড় ও আশপাশের এলাকার একাধিক বাসিন্দা তাদের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রীকে পরামর্শ দেন।

এর মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লিখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সারজিসের এ মন্তব্যের ওপর ৬০০টির বেশি প্রতিক্রিয়া এসেছে। এদিকে সারজিসের মন্তব্যে উত্তর দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস’।

উল্লেখ্য, শবনম ফারিয়া পরিবারকে নিয়ে সময় কাটাতে ভালোবাসেন। এবারের ভ্রমণ পরিকল্পনাও তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই সাজিয়েছেন। পঞ্চগড়ে প্রাকৃতিক সৌন্দর্যের টানে এবার পরিবারের সঙ্গে কয়েকদিন কাটানোর ইচ্ছার কথাই জানালেন এই অভিনেত্রী।

NB/SN
আরও পড়ুন