ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বনশ্রীর বয়স হয়েছিল ৬০ বছরের মতো।
শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, বনশ্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনিসহ একাধিক অসুখে ভুগছিলেন। শেষ দিনগুলো তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক সন্তান রেখে গেছেন।
মঙ্গলবার বাদ মাগরিব মাদারীপুরের শিবচর উপজেলার পল্লি কুমেরপাড়ে তার মামা পান্নু মাদবরের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে বনশ্রীকে দাফন করা হয়।

বনশ্রী মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। অভিনয় জগতে প্রবেশের সূত্রপাত ঘটে ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ চলচ্চিত্রের মাধ্যমে। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং তাকে পরিচিতি এনে দেয়। এরপর ১৯৯৬ সালে মুক্তি পায় ‘মহা ভূমিকম্প’ এবং ‘নেশা’, ‘ভাগ্যের পরিহাস’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন বনশ্রী।
কিন্তু তার রুপালি পর্দার সুখদায়ক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। নানা কেলেঙ্কারির কারণে প্রযোজকরা তার সঙ্গে কাজ বন্ধ করে দেন। এরপর বনশ্রীর জীবন হয়ে ওঠে কষ্টকর, কখনও বস্তিতে অবস্থান করতে হয়েছে। তার দুই সন্তান ছিল। ভাগ্যের পরিহাসে তার এক মেয়ে হারিয়ে ফেলেছে, বর্তমানে একমাত্র ছেলে সন্তানই তার কাছে ছিল।
নব্বই দশকের আলো ঝলমল রূপালি পর্দার এই নায়িকার করুণ জীবন ও অবসান চলচ্চিত্রপ্রেমীদের জন্য দুঃখজনক সংবাদ হয়ে রইল।
যে স্ট্রেস দেবে, কষ্ট দেবে তার সঙ্গ ত্যাগ করি: কুসুম শিকদার
অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ডের মৃত্যু