ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সালমান শাহর মৃত্যুর দিন কোথায় ছিলেন ডন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম

বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালের এই মৃত্যুকে দীর্ঘদিন আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হলেও, সম্প্রতি মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে আদালত। এই মামলায় অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে খল অভিনেতা ডনের নাম। মামলার পর থেকেই ডন নীরব রয়েছেন, বন্ধ রেখেছেন তাঁর মুঠোফোনও।

তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ডনের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি নিজেই জানিয়েছেন সালমান শাহর মৃত্যুর সময় তিনি কোথায় ছিলেন।

ভিডিওটি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘সেন্সর অব হিউমার’ এর। সেখানে ডন বলেন, ঘটনার এক সপ্তাহ আগে পর্যন্ত তিনি সালমান শাহর সঙ্গে ছিলেন।

ডনের জানিয়েছেন, ‘৩০ আগস্ট সালমান ভাই আমাকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন। এরপর ১ থেকে ৭ সেপ্টেম্বর আমি বগুড়াতেই ছিলাম। বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। ৬ তারিখ সন্ধ্যা ৭টার সংবাদে জানতে পারি, সালমান শাহ আর নেই।’

সাক্ষাৎকারে ডন আরও জানান, সালমান শাহ মৃত্যুর আগে মানসিকভাবে বেশ অস্থির ছিলেন। ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও ও কেন আত্মহত্যা করবে, তা আমি বিশ্বাস করতে পারি না। শেষ ছয়-সাত মাসে ওর মধ্যে কোনো স্থিরতা দেখিনি,’ বলেন ডন।

ডনের এই পুরনো ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন,‘ডন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খান- সামনে বিপদ আছে।’ আবার কেউ সরাসরি অভিযোগ করে বলেছেন, ‘এই লোক হত্যার সঙ্গে জড়িত, ১০০%।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃত্যু প্রথমে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও, পরিবারের দাবি ছিল এটি পরিকল্পিত হত্যা।

দীর্ঘ ২৯ বছর পর, ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন।

NB/SN
আরও পড়ুন