ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খুলে দেওয়া হচ্ছে শ্রীদেবীর চেন্নাইয়ের বাড়ি

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:০৬ পিএম

চেন্নাইয়ে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বাড়ির দরজা বরাররের মত খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য। সমুদ্রের তীরে চার একর জায়গাজুড়ে বিস্তৃত এ বাড়ি। ২০১৮ সালে মৃত্যুর আগপর্যন্ত শ্রীদেবীর চাওয়া ছিল, বাড়িটিকে তিনি হোটেলে রূপ দেবেন। কিন্তু তার জীবদ্দশায় সেটা হয়নি। মায়ের সে স্বপ্ন এত দিনে পূরণ করলেন মেয়ে জাহ্নবী কাপুর।

প্রযোজক বনি কাপুরকে বিয়ের পর চেন্নাইয়ের আক্কাইয়ে একটি বিশাল বাড়ি কেনেন অভিনেত্রী শ্রীদেবী। বাড়ির সামনে মার্বেলের ভাস্কর্য, ফোয়ারা, সুইমিংপুল, পামের বাগান, সূর্যাস্ত দেখার জন্য নান্দনিক লোকেশন আছে বাড়িতে। বেশির ভাগ সময় গরমের ছুটি কাটাতে এখানেই হাজির হতো কাপুর পরিবার। 

জাহ্নবী সম্প্রতি জানিয়েছেন, ১২ মে থেকে চেন্নাইয়ের এ বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। শ্রীদেবীকে যারা ভালোবাসেন, প্রিয় অভিনেত্রীর স্মৃতিবিজড়িত এ বাড়িতে ভ্রমণ করতে পারবেন তারা। ভাগ্য ভালো হলে দেখা হয়ে যেতে পারে জাহ্নবীর সঙ্গেও, পেতে পারেন তার আতিথেয়তা। আর এ জন্য কোনো অর্থ খরচ করতে হবে না।

জাহ্নবী কাপুর বলেন, এ বাড়িতে আমরা যে কত সময় কাটিয়েছি! মায়ের জন্মদিন, আমার জন্মদিন, বাবার জন্মদিন—সবই পালন করা হতো সেখানে। তবে সংস্কারের কাজ শুরু হয়ে যাওয়ায় বেশি দিন আমরা সেখানে কাটাতে পারিনি। মা সব সময় চাইতেন এটাকে হোটেল বানাতে।

শ্রীদেবীর মৃত্যুর পর বাড়ির সংস্কারের কাজে হাত দেন বনি কাপুর। এতদিনে সে কাজ শেষ হয়েছে। সম্প্রতি ভ্যাকেশন রেন্টাল কোম্পানি এয়ারবিএনবিকে বাড়িটির দায়িত্ব দিয়েছেন জাহ্নবী। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আমনপ্রীত বাজাজ বলেন, শ্রীদেবীর এ বাড়িতে ছুটি কাটানোর জন্য কোনো অর্থ দিতে হবে না। এটা সম্পূর্ণ বিনা মূল্যে রাখা হয়েছে। তবে তার জন্য আমাদের কাছে আবেদন করতে হবে। কিছু শর্তসাপেক্ষে এ অনুমতি দেওয়া হবে।

পিপল ম্যাগাজিনের একটি প্রতিবেদনে জানা যায়, মাত্র ২৫ হাজার রুপি বা ৩২ হাজার টাকা খরচ করলেই আপনি থাকতে পারবেন শ্রীদেবীর এই চেন্নাইয়ের বাড়িতে। সূত্র: পিপল ম্যাগাজিন ও এনডিটিভি

MB/FI
আরও পড়ুন