ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আদালতে হাজির হলেন আমির খান

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ভারতের সর্বোচ্চ আদালতে হাজির হয়েছেন তিনি। কোনো আইনি লড়াইয়ে নয়, নিজের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিজ’-এর বিশেষ প্রদর্শনীর জন্যই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন এ তারকা। আর তাতেই চমকে উঠলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়!

শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিজ’-এর বিশেষ প্রদর্শনী ছিল। সেই কারণেই শীর্ষ আদালতে যান আমির।

আর তাতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য, ‘আমি কোনও হুড়োহুড়ি চাই না। আমির খান এসে গেছেন এখানে।’ আসলে মজার ছলেই মন্তব্যটি করেছেন শীর্ষ আদালতের বিচারপতি। শোনা যায়, তিনি নিজে সি-ব্লকের প্রশাসনিক ভবনে অন্যান্য বিচারপতিদের সঙ্গে সিনেমাটি দেখেছেন।

গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। সিনেমাটির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে নির্মিত স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রানটা ও নীতাংশি গোয়েল অভিনীত সিনেমাটির আয় পঁচিশ কোটির একটু বেশি। সমালোচক মহলেও বেশ সমাদৃত হয়েছে এটি।

পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক দেখেছেন ও প্রশংসায় ভাসিয়েছেন সিনেমাটিকে।

কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সাধারণ মানুষের গল্প। কোনও এক গাঁয়ের বধূ জয়া, যে কিনা পড়াশোনা করতে চায়। উগ্র পৌরষের শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল জয়া।

ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্পকেই স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য বেছে নেওয়া হয়। তা বেশ উপভোগ করেছেন বিচারপতিরা।

NC
আরও পড়ুন