ক্যান্সারের মাঝেই মিউকোসাইটিসে আক্রান্ত হিনা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তাঁর ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। 

চলছে চিকিৎসা। একের পর এক কেমোথেরাপি নেওয়ার মধ্য দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছে এই বলিউড তারকা। ঠিক এই মুহূর্তে অনেকে যখন হিনার কাছে একটি ভালো খবর শোনার অপেক্ষায়, ঠিক তখনই এলো আরেক দুঃসংবাদ। ক্যান্সারের মাঝেই মিউকোসাইটিস রোগে আক্রান্ত হয়েছেন হিনা খান। 

এই খবর শুনে আঁতকে উঠেছেন অনেকেই। কাছের মানুষ থেকে শুরু করে বলিউড সহকর্মী এমনকি ভক্ত নেটিজেনরাও বুঝতে পারছেন না– ঠিক কীভাবে এই অভিনেত্রীকে সান্ত্বনা ও সাহস জোগাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হিনার শরীরে ক্যান্সার তৃতীয় ধাপে পৌঁছে গেছে। এর মাঝেই মিউকোসাইটিসে আক্রান্ত তিনি। ইনস্টাগ্রামে সেই দুঃসংবাদ  শেয়ার করে সাহায্য প্রার্থনা করেছেন অভিনেত্রী। 

লিখেছেন, ‘কেমোথেরাপির আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বলে দিন আমাকে।’

করজোড়ে বাঁচার আর্তি জানিয়ে ওই পোস্টেই হিনা লিখেছেন, ‘সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিছুই খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।’

চিকিৎসকরা জানিয়েছেন, মিউকোসাইটিস মূলত মুখগহ্বর এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে এক ধরনের সংক্রমণ। রেডিয়েশন বা কেমোথেরাপির মতো ক্যান্সারের চিকিৎসার একটি সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া। যদিও মিউকোসাইটিস অস্থায়ী এবং সাধারণত নিজে থেকে নিরাময় হয়। তবে এটি বেদনাদায়ক হতে পারে এবং বেশ কিছু ঝুঁকিও তৈরি করতে পারে। তবে ভয়াবহ কোনো কিছু যেন না ঘটে, সে চেষ্টাই করে যাচ্ছেন বলেও চিকিৎসকরা জানিয়েছেন। 

উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলের কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে। 

NC/WA