ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘হি-ম্যান’-এর ৯০তম জন্মদিনে আবেগঘন ববি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন ৮ ডিসেম্বর। বেঁচে থাকলে দিনটি ধুমধাম করে পালিত হতো, কিন্তু তার ঠিক ১৪ দিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের এই ‘হি-ম্যান’। বাবার প্রয়াণের পর থেকে শোকস্তব্ধ দেওল পরিবার এতদিন সোশ্যাল মিডিয়ায় নীরব ছিল। তবে, বাবার জন্মদিনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না কনিষ্ঠ পুত্র ববি দেওল।

বাবার মৃত্যুর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন ববি। এক আবেগঘন পোস্টে বাবার স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই আজ লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছো, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা নেই। প্রতিটি হাসি ও অশ্রুবিন্দুতে তুমি আমাদের পাশে থেকেছ, যা কেবল আমাদের ধরমই পারে।’

বাবার তারকা হয়ে ওঠা এবং মাটির মানুষ হয়ে থাকার কথাও উঠে এসেছে ববির লেখনীতে। তিনি লেখেন, ‘তারকা হয়েও তুমি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছ, কারও হাত ছাড়োনি। তুমি গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছ।’ বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার থেকেই আমি স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা আজ দেওল হতে পেরেছি।’

পোস্টের শেষে ববি লেখেন, ‘হৃদয় হলেও তোমার মতো হতে হয়, ভালোবাসলেও তোমার মতোই বাসতে হয়। শুভ জন্মদিন, আমার প্রিয় বাবা। আমি তোমাকে আজীবন ভালোবাসব।’ বাবার প্রতি ছেলের এই ভালোবাসা নেটিজেনদেরও চোখে জল এনে দিয়েছে।

DR/SN