ক্যান্সারের যন্ত্রণা ভুলে মালদ্বীপে ফুরফুরে মেজাজে হিনা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। তবু নিজেকে সাহস দিতে এক অন্য বার্তা তার। মনোবল চাঙা রাখতে কেমোথেরাপির ফাঁকে মালদ্বীপে অবকাশযাপনে গেছেন তিনি। খুব অন্যরকমভাবে ছুটি উপভোগের মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন এই তারকা।

ঘোরাঘুরির ফাঁকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন হিনা খান। সমুদ্রের তীরে ঘোড়ায় চড়ে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। 

ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনে সুখ অনেকভাবে আসে। ছুটির দিনগুলো উপভোগ করা দরকার।’ 

ছবি পোস্টের ২১ ঘণ্টার ব্যবধানে সোয়া তিন লাখেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে ইনস্টাগ্রামে। অনেকে হিনার প্রতি শুভকামনা জানিয়েছেন। 

এই বছরের জুনের দিকে হিনা খান জানান, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। এর পর থেকে নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন তিনি। 

উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। কিছু সিনেমায় কাজ করলেও ছোটপর্দার অভিনেত্রী হিসেবেই সকলের কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই  জনপ্রিয়তা অর্জন করেছেন। 

NC/RH