জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া ইমরান হাশমি। ‘আওয়ারাপান টু’ নিয়ে আসছেন তিনি।
২০০৭ সালে ইমরান অভিনীত ‘আওয়ারাপান’-এর বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন ‘আওয়ারাপন টু’–এর প্রাথমিক ঝলক শেয়ার করে ইমরান নিশ্চিত করেছেন, সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি প্রেক্ষাগৃহে ২০২৬-এর ৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি, জানালেন সে কথাও।
'আওয়ারাপান টু'-এর প্রথম ঝলকে সিনেমার বিখ্যাত হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর ঝলক দেখা যায়। যেখানে শুরুতেই দেখা যায়, ইমরান অভিনীত জনপ্রিয় চরিত্রটি একটি নৌকার উপর দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের সামনে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছেন। পাশাপাশি, তিনি খাঁচা থেকে একটি ছোট্ট পাখিকে মুক্ত করে দিচ্ছেন। নেপথ্য থেকে শোনা যাচ্ছে তারই বলা শক্তিশালী সংলাপ— “কারও জীবনের জন্য জীবন উৎসর্গ করতে পারাই আমার নিয়তি।”
টিজারের একেবারে শেষে পর্দায় ভেসে ওঠে, ‘আওয়রাপান টু: দ্য জার্নি কন্টিনিউজ’। পুরো ঘোষণা ও মুহূর্তটিকে আরও নস্ট্যালজিক করে তোলে নেপথ্য থেকে ভেসে আসা আওয়রাপান -এর সেই জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’।
ইমরানের এই ঘোষণার পর ভক্তদের উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ইমরানকে। এই তালিকায় রয়েছেন 'স্কাই ফোর্স'-এর অভিনেতা বীর পাহাড়িয়া-ও। লাল হৃদয়ের ইমোজি দিয়ে ইমরানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
‘ফুটপাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ইমরান হাশমির। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাঁকে অন্য রকম পরিচিতি এনে দেয়। তার সাফল্যের ঝুলিতে একে একে এসে যোগ হয় ‘গ্যাংস্টার’, ‘কলিযুগ’, ‘রাজ থ্রি’র মতো ছবিগুলো। পাশাপাশি উত্তাল চুম্বনদৃশ্যে অভিনয়ের জন্য ছড়িয়ে পড়ে ইমরানের কুখ্যাতি। তাঁর মতো করে পর্দায় চুম্বনের সাবলীল অভিনয় আর কেউ করতে পারেন না। তবে এ জন্য কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। এমনকি মারও খেতে হয়েছে স্ত্রীর কাছে।
