ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মৃত শ্রীদেবীর মুখে কেন সোনা দেওয়া হয়েছিল

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:১৫ এএম

বলিউড সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু হয় ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে। তার মৃত্যু আজও অনেকের কাছেই রহস্য। 

তবে অভিনেত্রীর মৃত্যুর দিন গোটা ভারতে অনুরাগীদের চেহারা বদলে গিয়েছিল। মুহূর্তে শোক নেমে এসেছিল গোটা দেশে। তার শেষ যাত্রা যেন আজও সবার চোখে জল এনে দেয়। সেই বেনারসি, লাল টিপ, মুখে হাসি। আর সেই ঠোঁটের ফাঁকেই ছিল এক টুকরো সোনা।

জানেন, শ্রীদেবীর ঠোঁটে কেন দেওয়া হয়েছিল এই সোনা?

তিনি দক্ষিণ ভারতের মেয়ে। সেখানে প্রচলিত রয়েছে সধবা নারীদের মৃত্যুর পর তাদের মুখে সোনা দেওয়া হয়। সেই রীতি মেনেই এই কাজ করা হয়েছিল।

প্রসঙ্গত, হিন্দুরীতি অনুসারে, শবদেহের পঞ্চদ্বারে শ্রেষ্ঠ ধাতু হিসেবে সোনা দেওয়ার প্রচলন রয়েছে।

সেদিন ঠিক কী ঘটেছিল, বনি কাপুরই বা ঘরে ঢুকে কী দেখেছিলেন, তা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন ঘুরপাক খায়। বনি চেয়েছিলেন স্ত্রীকে সারপ্রাইজ দিতে। সেই মতোই মুম্বাই ফিরে এলেও আবার দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল স্ত্রীকে নিয়ে খেতে বের হবেন। 

দুবাইয়ের সময় অনুযায়ী বিকেল সাড়ে ৫টার সময় শ্রীদেবীর হোটেলের ঘরে হাজির হন বনি। সেখানে ১৫ মিনিট কথা হয় তাদের। ডিনারের প্ল্যান জানান পর বেশ খুশিই ছিলেন শ্রীদেবী। 

বনি জানান, এরপর নাকি স্নানঘরে তৈরি হতে চলে যান শ্রীদেবী। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর স্নানঘরের দরজায় ধাক্কা দেন তিনি। ডাকাডাকিও করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ আসে না। 

দুবাইয়ের কিছু সংবাদমাধ্যমের খবর, এরপরেই নাকি দরজা ভেঙে ঢোকেন বনি। গিয়ে যা দেখেন তা স্তব্ধ করে দেয় গোটা ভারতকে। বাথটবে ভাসছে শ্রীদেবীর নিথর দেহ। 

AA
আরও পড়ুন