অনেকদিন ধরেই স্টেজ টু লিভার ক্যানসারে ভুগছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। মঙ্গলবার (৩ জুন) অস্ত্রোপচার হয় এই অভিনেত্রীর। দীপিকা বর্তমানে আইসিইউতে রয়েছেন।
তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, প্রায় ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলেছে দীপিকা কক্করের। তাই ভক্তদের কাছে প্রার্থনা করার অনুরোধ করেছেন তিনি।
বুধবার (৪ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শোয়েব ইব্রাহিম লেখেন, ‘দুঃখিত। কাল রাতে আপডেট দিতে পারিনি। এটি ছিল দীর্ঘ অস্ত্রোপচার। দীপিকা ১৪ ঘণ্টা ওটিতে ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই হয়েছে। দীপিকা বর্তমানে আইসিইউতে রয়েছেন। কিছুটা ব্যথা হলেও ভালো আছেন তিনি। ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আইসিইউ থেকে বের হলেই আপডেট দেব। আবারও ধন্যবাদ। দীপিকার জন্য প্রার্থনা করতে থাকুন।’
গত ২৮ মে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে দীপিকা জানান, তা ক্যানসার ধরা পড়েছে। লিখেছিলেন, ‘আপনারা সবাই জানেন গত কয়েক সপ্তাহ আমাদের সবার জন্য কঠিন ছিল। আমার ওপরের পেটে ব্যথার কারণে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। এবং তারপর আমরা জানতে পারি যে লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার রয়েছে এবং তারপরে জানা যায় যে টিউমারটি স্টেজ টু ক্যানসার এটা। জানি, আপনাদের ভালোবাসা ও প্রার্থনায় আমি এই কঠিন সময় পার করতে পারব। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন! অনেক অনেক ভালোবাসা। দীপিকা।’
