ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইনি জটিলতায় শাহরুখ কন্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান জমি কেনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মুম্বাইয়ের  উপকণ্ঠ আলিবাগে ১২.৯১ কোটি রুপিতে একটি কৃষিজমি কিনে বিতর্কের মুখে পড়েছেন তিনি।

বর্তমানে নিজের পরবর্তী সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুহানা। এই ব্যস্ততার মধ্যেই আলিবাগে জমি কেনেন তিনি, যার পরিমাণ ১২ কোটি ৯১ লাখ রুপি। জানা গেছে, এই জমির মালিকানা ছিল প্রশাসনের হাতে এবং এটি মূলত শুধুমাত্র কৃষিকাজের জন্য বরাদ্দ ছিল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুহানা এই জমি কিনেছেন তিন বোন- অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে। তারা দাবি করছেন, জমিটি উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছেন। তবে জমির আসল মালিকানা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

জমি কেনার সময় সুহানা ৭৭ কোটি ৪৬ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। যদিও এত বড় পরিমাণ অর্থে লেনদেন হলেও জমির স্বত্ব ও কেনাবেচা প্রক্রিয়া নিয়ে সংশয় থাকায় প্রশাসন ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। জমির বৈধতা এবং নথিপত্র যাচাই করে শিগগিরই একটি রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গেছে।

এটিই ছিল সুহানার প্রথম জমি কেনা। তবে এর কিছুদিন পরেই আলিবাগেই ১০ কোটি রুপির একটি বাড়িও কিনেছেন তিনি। সব মিলিয়ে শাহরুখ-কন্যার রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।

এদিকে এই ঘটনার পর এখনও পর্যন্ত সুহানা খান কিংবা শাহরুখ খানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

LH/FJ
আরও পড়ুন