ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা গোপনে বাগদান সেরেছেন বলে খবর পাওয়া গেছে। দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল সম্পন্ন হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রে জানাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, পুরো আয়োজনটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, যে কারণে বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি এবং বিষয়টি গোপন রাখা হয়েছে। ফলে ভক্তরা এখন এই তারকা জুটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

বাগদান সম্পন্ন হওয়ার খবরের পাশাপাশি আরও গুঞ্জন শোনা যাচ্ছে যে, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ বা অন্যান্য তথ্য এখনো জানা যায়নি।

রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন। যদিও তারা কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি, তবে একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কিংবা ছুটি কাটাতে দেখা গেছে।

এই জুটি প্রথমবার ২০১৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘গীতা গোবিন্দম’ এ একসঙ্গে অভিনয় করেন। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছিল।
মা হওয়ায় সেঞ্চুরী করতে চান পরীমণি