চতুর্থ সংসারও টিকছে না জেনিফার লোপেজের

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:০৮ পিএম

পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের চতুর্থ সংসারও ভেঙে যাচ্ছে। অভিনেতা বেন অ্যাফ্লেক এখন আর জেনিফারের সঙ্গে থাকছেন না। তাই নেটিজনরা ধারণা করছেন, ভেঙে যাচ্ছে জেনিফার লোপেজের চতুর্থ সংসারও। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ইন টাচ উইকলি এ তথ্য জানিয়েছে। 

২০০২ সালে সিনেমার শুটিংয়ের সময় পরিচয় বেন-জেনিফারের। ২০০৩ সালে তাদের বাগদান হয়। এর ১৭ বছর পর ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। বেন এরই মধ্যে বাড়ি ছেড়ে চলে গেছেন। সম্ভবত তারা তাদের স্বপ্নের বাড়িটি বিক্রি করে দেবেন। এজন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।

MB/FI
আরও পড়ুন