ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অস্কারে সেরা চলচ্চিত্রসহ ৫টি পুরস্কার জিতল ‘আনোরা’

মাত্র ৬ মিলিয়ন বা ৬০ লাখ ডলারে নির্মিত চলচ্চিত্রটিতে বিতর্কিত বিষয়বস্তু থাকা সত্ত্বেও অ্যাকাডেমি পুরস্কারজয়ীদের মন জয় করতে সক্ষম হয়েছে। 

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:০২ পিএম

৯৭ তম অস্কারের সেরা চলচ্চিত্রসহ ৫টি পুরস্কার জিতেছে ‘আনোরা’ সিনেমাটি। চারটি সিনেমাকে পেছনে ফেলে সেরা হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে সিনেমার পরিচালক শন বেকার সেরা নির্মাতার খেতাব পেয়েছেন আর সেরা অভিনেত্রী হয়েছেন গল্পের নায়িকা মিকি ম্যাডিসন। খবর: হুরিয়েত ডেইলি নিউজ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার (২ মার্চ) সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়।  

গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল ‘আনোরা’। এরপর থেকে আলোচনায় সিনেমাটি। 

‘আনোরা’ সিনেমাটি এক রুশ ধনকুবেরের ছেলের সঙ্গে এক যৌনকর্মীর বিয়ে ও তার করুণ পরিণতির গল্প নিয়ে নির্মিত। সিনেমাটি যৌনকর্মের বাস্তবতা ও হৃদয়বিদারক দিকগুলো তুলে ধরার পাশাপাশি হাস্যরসের মিশেলে দর্শকদের মন জয় করেছে।

মাত্র ৬ মিলিয়ন বা ৬০ লাখ ডলারে নির্মিত চলচ্চিত্রটিতে বিতর্কিত বিষয়বস্তু থাকা সত্ত্বেও অ্যাকাডেমি পুরস্কারজয়ীদের মন জয় করতে সক্ষম হয়েছে। 

পুরস্কার নেওয়ার সময় পরিচালক বেকার বলেন, ‘আমি অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাই একটি সত্যিকারের স্বাধীন চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই সিনেমাটি অসাধারণ স্বাধীন শিল্পীদের রক্ত, ঘাম ও পরিশ্রমের ফসল। দীর্ঘজীবী হোক স্বাধীন চলচ্চিত্র!’

কান থেকে অস্কার পর্যন্ত ‘আনোরা’র যাত্রা
‘আনোরা’ সিনেমাটি প্রথমবারের মতো আলোচনায় আসে কান চলচ্চিত্র উৎসবে। যেখানে এটি স্বর্ণপাম (Palme d’Or) জিতে নেয়। এটি ছিল ২০১১ সালে টেরেন্স মালিকের ‘দ্য ট্রি অফ লাইফ’ এর পর প্রথম কোনো মার্কিন চলচ্চিত্র, যা কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার জেতে। তবে অস্কার জেতার পথটি সহজ ছিল না।

বেকারের আগের চলচ্চিত্রগুলো, যেমন ‘রেড রকেট’ (২০২১) যৌনকর্মীদের জীবন তুলে ধরলেও, যুক্তরাষ্ট্রের মূলধারার সিনেমা হলগুলোতে সাফল্য পায়নি।

এছাড়া জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবসে ‘আনোরা’ কোনো পুরস্কার জিততে ব্যর্থ হয়। ফলে অনেকেই ভেবেছিল সিনেমাটির পুরস্কারের দৌড় শেষ।

কিন্তু এরপর যখন প্রতিদ্বন্দ্বী সিনেমাগুলো, যেমন- ‘এমিলিয়া পেরেজ’ বিতর্কের মুখে পড়ে। তখন ‘আনোরা’ দর্শকদের প্রশংসা অর্জন করতে থাকে। বিশ্বব্যাপী এটি ৪০ মিলিয়ন ডলারের বেশি আয় করে এবং পরিচালক, লেখক ও সমালোচকদের সংগঠনগুলো থেকে একাধিক পুরস্কার জিতে নেয়। অবশেষে রোববার রাতে সিনেমাটি হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার সেরা চলচ্চিত্র জিতে নেয়।

পুরস্কার গ্রহণের সময় পরিচালক বেকার এবং অভিনেত্রী মিকি ম্যাডিসন যৌনকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাদের অবস্থানকে স্বীকৃতি দেওয়ার ও আইনগতভাবে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।

বেকার বলেন, যারা তাদের জীবন কাহিনি আমার সঙ্গে ভাগ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

অন্যদিকে অস্কারজয়ী অভিনেত্রী মিকি ম্যাডিসন বলেন, ‘আমি অসাধারণ সব নারীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, যারা এই সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। আমি তাদের পাশে থাকব এবং তাদের অধিকারের পক্ষে আওয়াজ তুলব’।

মূলত এবারের অস্কারে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি পুরস্কার জিতে ‘আনোরা’ প্রমাণ করেছে, স্বাধীন সিনেমা ও সাহসী গল্প বলার শক্তি এখনো বিদ্যমান। যৌনকর্মের বাস্তবতা, হাস্যরস এবং মানবিক সম্পর্কের জটিলতা তুলে ধরে এটি দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। 

FJ
আরও পড়ুন