ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ঘটে যাওয়া সেই আলোচিত ‘কিস ক্যাম’ দৃশ্য ফের ফিরে এসেছে আলোচনায়। হ্যালোইন উৎসবে মজার ছলে সেই ভাইরাল মুহূর্ত আবারও স্মরণ করেছেন অনেকে।
গত জুলাই মাসে কোল্ডপ্লের এক কনসার্টে দর্শকাসনে বসা ছিলেন অ্যাস্ট্রোনমারের প্রাক্তন সিইও অ্যান্ডি বায়রন ও মানবসম্পদ (এইচআর) প্রধান ক্রিস্টিন ক্যাবট। কনসার্ট চলাকালে হঠাৎ কিস ক্যামের আলো এসে পড়ে তাদের ওপর, আর ক্যামেরায় ধরা পড়ে তাদের এক অস্বস্তিকর আলিঙ্গনের দৃশ্য।
সহকর্মী হিসেবে এমন পরিস্থিতিতে পড়ে স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন তারা। বিষয়টি নজরে আসে কোল্ডপ্লের প্রধান ভোকালিস্ট ক্রিস মার্টিনেরও। মঞ্চ থেকে তিনি রসিকতা করে বলেন, ‘হয়তো তারা সম্পর্কে আছেন, নয়তো তারা খুব লাজুক।’
কিন্তু এই ছোট্ট রসিকতাই মুহূর্তে তীব্র বিতর্কে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, আর অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা ও নানা জল্পনা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও ওঠে, যা শেষমেশ কর্মজীবনেও প্রভাব ফেলে।
হ্যালোইন উৎসবের সাজে এ বছর অনেকেই সেই ভাইরাল দৃশ্যের পুনর্নির্মাণ করেন কারও পোশাকে দেখা যায় ‘কিস ক্যাম’ লোগো, কেউ আবার কোল্ডপ্লের কনসার্টের দর্শকের রূপে হাজির হন।
সত্তর বছরে বাবা হলেন অভিনেতা কেলসি গ্রামার