২০২৬ সালকে যেভাবে বরণ করলেন রাজ-শুভশ্রী!

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

বর্ষবরণের রাতে গোটা বিশ্ব যখন আলোর রোশনাই আর আতশবাজিতে মেতেছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল টালিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রীর একটি ভিডিও। 

স্বামী-সন্তানসহ থার্টিফার্স্টের ছুটি কাটাতে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে ব্যাংককের রাস্তায় বরের ঠোঁটে চকাস করে চুমু খান শুভশ্রী। ঠোঁটে ডুবেই ২০২৬ সালকে বরণ করে নিলেন অভিনেত্রী। আবার ‘ক্ষুদিরাম বিতর্ক’ ঝেড়ে ফেলে বউয়ের ঠোঁটে ঠোঁট রেখে ২০২৬-এ পা দিলেন টালি প্রযোজক-নির্মাতা রাজ চক্রবর্তী। 

অথচ গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে সমালোচিত পরিচালক। তার আসন্ন সিনেমা ‘হোক কলরব’-এর সংলাপ নিয়ে চলছে চারদিকে নিন্দার ঝড়। ‘আমি ক্ষুদিরাম চাকী— আমি ঝুলি না, ঝোলাই’—শাশ্বতর মুখে এমন সংলাপ ঘিরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিতর্ক। তবে সব ভুলে সপরিবারে বিদেশে ছুটি কাটাচ্ছেন পরিচালক।

বছরের শেষ দিন সামাজিক মাধ্যমে এ উষ্ণতা ছড়ালেন তারকা দম্পতি। বরের ঠোঁটে চকাস করে চুমু খেলেন শুভশ্রী গাঙ্গুলি। নতুন বছরকে স্বাগত জানানোর এটাই রীতি রাজ-শুভশ্রীর। বিয়ের পর থেকেই এ ট্রেন্ড চলে আসছে। সেই ট্রেন্ডে এখনো কোনো ভাটা পড়েনি। 

দুই সন্তানের বাবা-মা এ তারকা দম্পতি। তবে রাজ-শুভশ্রীর ‘উই টাইম’-এ ভাটা পড়ে না কখনো। ২০২৬-কে বরণ করে নিয়ে রাতপার্টিতে মজে নতুন বাবা-মা। ব্যাংককের রাস্তাতেই জমে উঠে রোম্যান্স।

ঠোঁটে ঠোঁট ডুবেছে। রাস্তাভর্তি লোকের সামনেই একে অপরের চুমুতে মগ্ন। বিধায়ক রাজ চক্রবর্তী এবং তার স্ত্রীর এই আদুরে ছবি দেখে চোখ ছানাবড়া অনেকের। 

এদিকে ‘লিপলক’-এর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেই সঙ্গে তিন শব্দের ছোট্ট বার্তা দিলেন— ‘হ্যাপি ২০২৬’।

AHA
আরও পড়ুন