দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ নিয়ে তিনি বলেন, পরীক্ষা দেওয়ার আগে তো সবাই মনে করে আমি পাশ করবো। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা যদি অব্যাহত থাকে, ভোটারদের আসতে যদি বাঁধা প্রদান না করা হয় তবে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাশ করবো।
নির্বাচনে ট্রাক প্রতীক নেওয়ার প্রশ্নে তিনি, যখন মানুষ আমাকে পচাবে আর বলবে ট্রাক খাদে পড়ে যাবে, ট্রাকের চাকা পাংচার হয়ে যাবে তখন আমার প্রচারণা হবে। আমার বিপরীতে যারাই আছেন তারাই আমার জন্য মূল প্রতিদ্বন্দ্বী। কেউ-ই ছোট না, সবাই আমার থেকে বিজ্ঞ। তারা বছরের পর বছর, আমার বয়সেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। তাদের বিপরীতে দাঁড়ানো এটা একটা দুঃসাহসের বিষয়।
মাহিয়া মাহি বলেন, আমার এলাকার মানুষজন যে শাসনের মধ্যে আছেন, কাক-পক্ষীও নেতাদের ভয় পায়, যদি নির্বাচিত হই আমি তাদের সাথে বসে ভাত খাবো। আমি সেবক হতে চাই, তাদেরকে শাসন করতে চাই না। আমার বিশ্বাস, প্রতিবারের মতো এবারের নির্বাচনও ফেয়ার হবে। প্রশাসনও অনেক তৎপর, তারা সার্বক্ষণিক মাঠে আছে।
