ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক স্বামীর সঙ্গে ছবি পোস্ট, সুখবর দিলেন মাহি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ এএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি। ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন বিভিন্ন সময়। 

সম্প্রতি সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। এ তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাশআল্লাহ্।’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। যা দৃষ্টি এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। ফলে তারা ভাবছেন, হয়তো ব্যক্তিজীবনের অবসান ঘটিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কিছুই জানাননি মাহিয়া মাহি কিংবা তার সাবেক স্বামী রকিব সরকার।

এদিকে ব্যক্তিজীবনের পটপরিবর্তনের বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যেই সবার জন্য সুখবর নিয়ে হাজির হলেন মাহিয়া মাহি। নির্মাতা সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ নিয়ে ভিন্ন আঙ্গিকে দর্শকমহলে হাজির হতে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে অভিনেত্রী জানিয়েছেন, এটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’র পরের গল্প এবং কোনোভাবেই অগ্নি নয়।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মাহিয়া মাহি ‘অন্তর্যামী’ সিনেমার বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, এটি পুরোপুরি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো চিরাচারিত নায়ক নেই। অ্যাকশনের দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই। আরও জানান, ‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র থেকেও ভয়ংকর ও অধিক অ্যাকশনধর্মী।

‘অন্তর্যামী’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, এর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক সৈকিত নাসির। মূল কাহিনি তৈরি হয়েছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশুশিল্পী মাবশুকে কেন্দ্র করে। আর এই শিশুশিল্পীই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় থাকছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে বিয়ে হয় মাহিয়া মাহির। আর বছর দেড়েক আগে তার সঙ্গে বিচ্ছেদের কথা জানান অভিনেত্রী। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে।

HN
আরও পড়ুন