ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চিত্রনায়িকা মাহিকে হুমকি!

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পিএম

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের আওয়ামী লীগ বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বাজে মন্তব্য করে হুমকি দিয়েছেন নৌকা প্রার্থীর এক সমর্থক।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে ভিডিও বার্তায় এই হুমকি দেন মাহাবুর রহমান মাহাম নামে এক যুবক।

মাহাম রাজশাহীর তানোর উপজেলার কালনা পূর্বপাড়া গ্রামের মৃত ছদের আলীর ছেলে। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুর মামলার আসামি। এছাড়া মাহাম বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

ভিডিও বিষয়ে মাহাম বলেন, ‘ভিডিও ছাড়ার পর রাজশাহী থেকে কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন। তারা নানা কথা বলছেন। সেই কারণে ভিডিও ডিলিট করে দিয়েছি।’

মাহাম জানান, তিনি নৌকার সমর্থক। তবে এখন তার কোনো দলীয় পদ নেই।

এ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এভাবে হুমকি দেওয়ার ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। তবে আমরা বিষয়টি জানার পরপরই তদন্ত শুরু করেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RA
আরও পড়ুন