রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মাহি। এর আগে শনিবার রাত ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামের নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফেসবুকে ৩টি ছবি দিয়ে তার ক্যাপশনে মাহি লিখেছেন- গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইলের অফিসে গতকাল রাত ২টায় আগুন দিয়েছে।
মাহি বলেন, শনিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে তার নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে। তাই এ ঘটনায় গোদাগাড়ী থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, মাহিয়া মাহির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় নির্বাচনী অফিসের সামনের অংশের বসার জায়গায় আগুনের আলামত পাওয়া গেছে। তবে আগুনে কেবল সামনের অংশটুকুই পুড়েছে।
