জীবনের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একজন ‘গানম্যান’ চেয়ে অনুরোধ করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অনুরোধ করেন তিনি।
হিরো আলম তার পোস্টে লেখেন, ‘জরুরি প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, আমার সুরক্ষায় নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ করছি।’
গত ৬ নভেম্বর এক ঘোষণায় হিরো আলম জানিয়েছিলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মূলত এই ঘোষণার পর থেকেই তিনি হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।
এর আগে ২০১৮ সালের নির্বাচনে বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। পরবর্তীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। সেই নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে এবার আগেভাগেই রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানালেন তিনি।
ঢাকা ১৭ আসনে এমপি পদে লড়বেন হিরো আলম