টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে। সম্প্রতি ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এমন দাবি করেছে।
এছাড়াও জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের এমন দাবির কঠোর সমালোচনা করছেন সবাই। অন্যদের মত এই তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুক ভেরিফায়েড পেজে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অহংকার। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের ইতিহাসের একটা অংশ। আর সেই শাড়ির উৎপত্তি অন্য কোথাও দাবি করায় আমরা যারপরনাই বিস্মিত!’
এদিকে গত ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভারতের দাবি করার প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে টাঙ্গাইল পৌর শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ।
এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট (ভৌগলিক নির্দেশক) পাওয়ার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
