ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্যারিসের রাস্তায় দৌঁড়ে বিবাহবার্ষিকী উদযাপন

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পিএম

একজনের বয়স ৫৮, অপরজনের বয়স ৩২। একে অপরের প্রেমে ডুবে দাম্পত্য জীবনের ৬ বছর পার করে ফেললেন মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনার। আগামী ২২ এপ্রিল মিলিন্দ-অঙ্কিতার ষষ্ঠ বিবাহবার্ষিকী। সেই উপলক্ষ্যে প্যারিস উড়ে গিয়েছেন তারা। প্যারিসের রাস্তায় খালি পায়ে ৪২ কিলোমিটার দৌড়ে নিজেদের প্রেম উদযাপন করলেন মিলিন্দ-অঙ্কিতা। তাও আবার সেটা খালি পায়ে। এ বিষয়ে অঙ্কিতার বক্তব্য, ‘এটা একটা পাগলামো, আবার দারুণ মজায় বিষয় ছিল। নিঃসন্দেহে এটা আমার অংশ নেওয়া সবচেয়ে কঠিন ম্যারাথনগুলোর মধ্যে একটি।’

মিলিন্দের কথায়, ‘এটা কঠিন, চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে উত্তেজনাপূর্ণ! এখানে হাজার, হাজার মানুষ, তাঁদের মন, শরীরকে চ্যালেঞ্জ জানিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। আমরা সবসময় কিছু মজার চ্যালেঞ্জ দিয়েই আমাদের বার্ষিকী উদযাপন করছি। কখনও ট্রেক করেছি, নয়ত বা ম্যারাথনে অংশ নিয়েছি। আমরা বছরে ৪টা বার্ষিকী উদযাপন করি। প্যারিসে ম্যারাথনে দৌড়ের মুহূর্ত ছিল অনুপ্রেরণা মূলক। তাছাড়া অঙ্কিতা কখনও প্যারিসে আসেনি, তাই আমাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকীর জন্য এটাই সেরা ছিল!’

অঙ্কিতার কথায়, 'এগুলো আমাদের জন্য সেরা স্মৃতি, যেখানে আমরা কিছু অর্জনের জন্য একসঙ্গে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাই।

চ্যাম্পস-এলিসিসের আর্ক দি ট্রাম্ফ থেকে শুরু করে প্লেস দে লা কনকর্ড, ওবেলিস্ক, নটরডেম এবং আইফেল টাওয়ার, প্যারিসের আইকনিক ল্যান্ডমার্কগুলি দিয়ে এই ম্যারাথন চলে। মিলিন্দ বলেন, 'প্যারিস অসম্ভব সুন্দর। এটা কেবল বুলেভার্ড, অ্যাভিনিউ কিংবা স্থাপত্যের শহর নয়, প্যারিসের বাতাসে একটা স্পন্দন রয়েছে, বললেন মিলিন্দ। সূত্র: হিন্দুস্থান টাইমস।

AS/SA
আরও পড়ুন