ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাকেশ রোশনের ফিটনেস, ছেলে বলল অবিশ্বাস্য

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১২ এএম

ফিটনেসের সঙ্গে কোনো আপোস করেন না হৃতিক রোশন। ৪৯ বছর বয়সেও তাঁর সুঠাম চেহারা। হৃতিকের বাবা রাকেশ রোশন ৭৪ বছর বয়সেও ফিটনেসের সঙ্গে আপোস করেন না। ছেলের মতো তিনিও নিয়মিত জিম করছেন। 

জিম থেকে তোলা একটি ভিডিও শেয়ার করে রাকেশ লিখলেন, আমি এটা শেয়ার করতে চাইছিলাম না, কিন্তু জিম একটা দিনও মিস করি না। আমার সংকল্প বরাবরই দৃঢ়’। আর বাবার ভিডিওটি হৃতিকও শেয়ার করেছেন, ক্যাপশন দেন ‘অবিশাস্য’।

কালো টি-শার্ট আর শর্টস পরে শরীরচর্চা করছেন রাকেশ। নানা ধরনের এক্সারসাইজ করে চলেছেন পরপর। কঠোর চোখে তা নিরীক্ষণ করছেন তাঁর ট্রেনার। একফোঁটা ক্লান্তি বা পরিশ্রমের ছাপ পড়ছে না রাকেশের চোখেমুখে।

রাকেশ রোশন এই অনেক তারকা কমেন্স করেছেন। সুনীল শেঠি লিখলেন, ‘স্যারররররর’। সঙ্গে হার্ট, আগুন ও ইভিল আইয়ের ইমোজি। অনুপম খের লিখেছেন, ‘জয় হো স্যারজি’। হৃতিকের বোন সুনয়না রোশন মন্তব্য করেছেন, ‘বাবা তোমার থেকেই আমি শিখেছি কীভাবে অবিচল থাকতে হয়, নিয়মানুবর্তী থাকতে হয়। তোমার জন্যই সব কিছুতে আমার এত উইল পাওয়ার।

২০১৯ সালে রাকেশ রোশনের গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে। সেই অপারেশনের দিন সকালেও তিনি জিমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

MB/FI
আরও পড়ুন