ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবারো বিয়ের পিড়িতে হেমা মালিনী-ধর্মেন্দ্র!

আপডেট : ০৪ মে ২০২৪, ১০:০৬ এএম

বিয়ের ৪৪ বছর পর আবারও বিয়ে করলেন ধর্মেন্দ্র আর হেমা মালিনী? সামাজিকমাধ্যমে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র আর মালিনীর গলায় বড়সড় ফুলের মালা। ছবিতে হেমাকে চুম্বন করতেও দেখা যায় ধর্মেন্দ্রকে। আসলে বিয়ের অনুষ্ঠান নয়, বাবা-মায়ের বিবাহবার্ষিকী পালন করছেন তাদের কন্যা এষা। বৃহস্পতিবার (২ মে) ছিল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বিবাহবার্ষিকী।

দুজনে খুব কাছাকাছি, যেন সদ্য বিয়ে হয়েছে! শুধু মালা পরা ছবি নয়। ধর্মেন্দ্র যে হেমার গালে ভালবাসার চুম্বন একে দিচ্ছেন সেই ছবিও এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হেমা নিজেই ছবি দিয়েছেন। লিখেছেন, আমার বাড়ি থেকে।’ অন্য দিকে মেয়ে এশা দেওল মা-বাবার মালা পরা ছবি দিয়ে লিখেছেন, ‘কী মিষ্টি! আমি এ রকম চেয়েছিলাম।

হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রথম দেখা হয় ১৯৭০ সালে। ‘তুম হাসিন ম্যাঁয় জওয়ান’-এর সেটে। কিন্তু যখন তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন, হেমার বাবা-মাও তাঁদের পক্ষে ছিলেন না, কারণ তখন ধর্মেন্দ্র বিবাহিত। অনেক বাধা পেরিয়ে তাঁরা ১৯৮০ সালে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা, এষা এবং অহনা । বলিউডের হেমা মালিনীর -এর আগে, ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। যাঁদের দুই ছেলে, সানি দেওয়াল এবং ববি দেওয়াল।

MB/FI
আরও পড়ুন