গুণী অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিমির বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আফসানা মিমির বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
মৃত্যুর সংবাদটি দিয়ে সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে লিখেছেন, আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর মিমির বাসস্থান উত্তরা ১৪ নম্বর সেক্টরে। তার রুহের মাগফিরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।
সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি সুবর্ণা মুস্তাফা। তবে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য মিমির বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন অভিনেত্রী।
