দীর্ঘ অপেক্ষায় পর ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’। বরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন চলচ্চিত্রটি।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। একইসঙ্গে
আর একটি পোস্টে খবরটি নিশ্চিত করে চঞ্চল জানান, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমা। অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে এটি আসছে।
এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মুক্তি পেলে বাংলাদেশের দর্শকরাও এ বছর পদাতিক দেখতে পারবেন।
তিনি বলেন, ‘মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।’
ছবিটির ফার্স্টলুক ও টিজার দিয়ে এরইমধ্যে দর্শকদের চমকে দিয়েছেন সৃজিত ও চঞ্চল চৌধুরী।
আর পোস্টারে চঞ্চলের দুটি সময়ের ছবি তুলে ধরা হয়েছে। পাশে আরেক অভিনেতার ছবি থাকলেও অনুমান করা যায় এটা মৃণাল সেনের ছোট বেলার চরিত্র। যা করেছেন অন্য এক তরুণ অভিনেতা।
