ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৬০০ কোটির মালিক শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কে সানিয়া মির্জা!

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

গত বছর ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এর কিছু দিন পরই শোয়েব বিয়ে করেন তার এক বন্ধুর সাবেক স্ত্রী ও উপস্থাপক সানা জাভেদকে।

শোয়েব-মির্জার বিবাহবিচ্ছেদের পর ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, এ মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে চান টেনিস তারকা। কিন্তু বিচ্ছেদ হওয়ার পর পরই সানিয়া মির্জার সঙ্গে একের পর এক ব্যক্তির নাম জড়িয়েছে। কখনো ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে, আবার কখনো ব্যবসায়ী আদিল সজনের সঙ্গে। 

এদিকে ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে নাকি এআই ছবি সামাজিকমাধ্যমে হয়েছিল ভাইরাল। সেই গুঞ্জনের মাঝেই আবার সানিয়া মির্জা নাকি সত্যি সত্যি সম্পর্কে জড়িয়েছেন ব্যবসায়ী আদিলের সঙ্গে। এরপরই নেটিজেনদের প্রশ্ন— কে সেই আদিল সজন? কী বা পেশা তার? আর সানিয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

জানা গেছে, আদিল দুবাইয়ের একজন ব্যবসায়ী। শোয়েব মালিকের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক থেকে সানিয়া মির্জাকেও অনেক দিন ধরে চেনেন আদিল।

দানুবে গ্রুপের ম্যানেজার আদিল কোটিপতি। প্রায় ১৬০০ কোটি টাকার মালিক এ যুবক। বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে আদিল বিবাহিত। তার স্ত্রী সানা সজন পেশায় একজন চিকিৎসক। 

তবু সানিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছে তাকে ঘিরেই। আর এর কারণ হিসেবে গুঞ্জন রয়েছে— সম্প্রতি ইনস্টাগ্রামে সানিয়া মির্জার ব্যবসায়ী আদিলকে অনুসরণ করা। যদিও আদিল প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি এ টেনিস তারকা। আর এখন পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আদিল।

JA
আরও পড়ুন