ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজনীতিতে জড়ানো নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

এরুপ প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, ‘তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব সেই কথাটা।’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

পশ্চিমবঙ্গের দেব থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, বহু তারকারই এখন কাজের পাশাপাশি রাজনীতি করছেন। সাংসদ, বিধায়কও হয়েছেন। নির্বাচনের আগে এখন প্রায় সকলে তাকিয়ে থাকেন নতুন কোন তারকা বা শিল্পী ভোটে লড়বেন। সেই নিয়ে শুরু হয়ে যায় বিস্তর জল্পনাও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন রচনা। তার বিপরীতে দাঁড়িয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তবে বিজেপি নেত্রীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাজনীতিতে নবাগতা রচনা বন্দ্যোপাধ্যায়। আবার সামনের বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার কি সেই নির্বাচনে অংশ নেবেন ঋতুপর্ণা?

এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এ অভিনেত্রী? 

জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতির কিছু বুঝি না। রাজনীতি থেকে আমি দূরে। আমি শিল্পী, তাই শিল্পী হিসাবে সকলের মনে থাকতে চান।’

অভিনেত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যদি অফার করেন তাহলে কি রাজনীতিতে আসবেন?

এরুপ প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, ‘তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব সেই কথাটা।’

প্রসঙ্গত, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসব শুরু হয়েছে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানেই এসব নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

AHA
আরও পড়ুন